নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): ওয়াকফ বিলকে সমর্থন করবে না সমাজবাদী পার্টি (সপা), জানিয়ে দিলেন দলের প্রধান অখিলেশ যাদব। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “আমাদের দল এই বিলের বিরোধিতা করবে, যাদের জন্য এই বিল আনা হচ্ছে তাদের কথার গুরুত্ব না দেওয়ার চেয়ে বড় অন্যায় আর কী হতে পারে?”
তিনি আরও বলেন, “বিজেপি এমন একটি দল যারা জমি খুব ভালোবাসে, তারা রেলওয়ের জমি, প্রতিরক্ষা জমি বিক্রি করেছে এবং এখন ওয়াকফ জমি বিক্রি করা হবে। এটা তাদের ব্যর্থতা লুকানোর পরিকল্পনা, আমাদের মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি তার পার্টটাইম কাজ, তাহলে দিল্লির মানুষ কেন এই ধরনের পার্টটাইম কাজের মানুষকে সরিয়ে দিচ্ছে না?”