নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): গ্রীষ্মকালে বাড়ির বাইরে ঠান্ডা জলের পাত্র রাখুন, দেশবাসীকে মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “একটা কথা মনে রাখবেন: যদি সম্ভব হয়, গ্রীষ্মকালে আপনাদের বাড়ির বাইরে ঠান্ডা জলের পাত্র রাখুন। এছাড়াও, আপনাদের ছাদে অথবা বারান্দায় পাখিদের জন্য জল রাখুন। আপনি দেখতে পাবেন এই পুণ্যের কাজটি করতে কতটা পরিতৃপ্তিদায়ক লাগছে।”
2025-03-30