আগরতলা, ২৮ মার্চ : ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনে কমিউনিটি হেলথ অফিসারদের নিয়মিতকরণের বিষয়ে আলোচনা করেন তিপরা মথার বিধায়ক পল ডাংশু। পাশাপাশি। এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরকে গুরুত্বসহকারে বিবেচনার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বিধানসভায় বলেন, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মিজোরাম ও মণিপুর-সহ বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যেই কমিউনিটি হেলথ অফিসারদের নিয়মিতকরণ করা হয়েছে এবং তারা গ্রেড পে-সহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন। বিধায়কের মতে, ত্রিপুরার ক্ষেত্রেও অনুরূপ নীতি গ্রহণ করা হলে সিএইচও -দের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং স্বাস্থ্য খাতে তাদের ভূমিকা আরও সুসংহত হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সিএইচও -রা স্বাস্থ্যসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বিশেষত, প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, মহামারী মোকাবিলা এবং টেলিমেডিসিন পরিষেবা প্রদানের ক্ষেত্রে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ, এখনও পর্যন্ত তারা চাকরির স্থায়ীত্ব ও আর্থিক নিরাপত্তার বাইরে রয়েছেন।
বিধায়ক এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সিএইচও -দের জাতীয় পেনশন স্কিম (NPS)-এর আওতায় আনা এবং অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও নিয়মিতকরণের আওতায় আনা সময়ের দাবি। তার এই বক্তব্য কমিউনিটি হেলথ অফিসারদের মধ্যে আশার সঞ্চার করেছে এবং তাদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের ইতিবাচক মনোভাব গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।