আগরতলা, ২৭ মার্চ : কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে জয়ী হয়ে বিজেপির পঞ্চায়েত গঠন। সিপিএমের হাত থেকে কেড়ে নেওয়া এই কালাগাঙ্গের পার পঞ্চায়েতটি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন অবস্থিত।
জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার জেলা পঞ্চায়েত অফিসারের আদেশ অনুসারে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ দুইজন প্রিসাইডিং অফিসার যথাক্রমে কালাছড়া আরডি ব্লকের এডিশন্যাল বিডিও নারায়ন দেবনাথ ও কদমতলা আর ডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার হেলাল উদ্দিন এবং গ্রাম পঞ্চায়েতের সচিব তাপস সূত্রধরের উপস্থিতিতে কদমতলা ব্লকের কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট সম্পন্ন হয়।
সিপিআই(এম) দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বেগম ও উপপ্রধান আব্দুল বাছিতের বিরুদ্ধে সাতটি অনাস্থা ভোট পড়ে। মূলতঃ ওই পঞ্চায়েতে তেরোটি আসন রয়েছে।বিগত পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতে সিপিআই(এম) দলের প্রার্থীরা সাতটি আসন এবং বিজেপি দলের প্রার্থীরা ছয়টি আসনে জয় লাভ করেন। এতে স্বাভাবিকভাবেই সিপিআই(এম) দলের প্রার্থীরা পঞ্চায়েত গঠন করে।এদিকে চলতি মাসের দশ তারিখ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের তেরো নম্বর আসনের সিপিআই (এম) দলের পঞ্চায়েত সদস্য আনসার আলী বিজেপি দলে যোগদান করেন এবং ওই দিনই প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে।
এদিকে অনাস্থা ভোটে বিজেপি দলে সাতটি ভোট পড়ায় জেলার পঞ্চায়েত অফিস থেকে আসা প্রিসাইডিং অফিসাররা বিজেপি দলকে জয়ী বলে ঘোষণা করেন। জানা যায়,খুব শীঘ্রই প্রশাসনিকভাবে বিজেপি দলের প্রার্থীদের মধ্য থেকে প্রধান ও উপপ্রধান নির্বাচিত করে বিজেপি দল কালাগাঙ্গের পার পঞ্চায়েত গঠন করা হবে।