বিধানসভার অধিবেশনের বাকি দিনগুলিতে বিরোধী
দলের সদস্যদের অংশগ্রহণে আহ্বান মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ:
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা আজ বিধানসভায় বিরোধী দলের সকল সদস্যদের বিধানসভার অবশিষ্ট দিনগুলিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, যেকোন ধরণের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধীদের বিধানসভার অধিবেশনের দিনগুলিতে অংশগ্রহণ করা অবশ্যই প্রয়োজন।