রাতের আঁধারে বিদ্যালয়ে হানা দিল নিশিকুটম্বের দল

আগরতলা, ২৬ মার্চ: রাতের আঁধারে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে ৮ কুইন্টাল চাল, গ্যাসের সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী চুরি করে পালিয়েছে। ওই ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে নেশার রমরমা বানিজ্য চলাতে নেশার করাল গ্রাসে আশক্ত হয়ে পরছে যুবসমাজ। নেশাসামগ্রী ক্রয়ের জন্য শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে চুরি সংগঠিত করে যাচ্ছে নিশিকুটম্বের দল। এরইমধ্যে গতকলা রাতে শান্তিরবাজার মহকুমার মুড়াসিং পাড়ায় অবস্থিত নিশিকুমার মুড়াসিং পাড়া উচ্চ বিদ্যালয়ে চোরের দল হানা দিয়েছে।

জানা গিয়েছে, চোরের দল হানা দিয়ে মিড ডে মিলের জন্য রাখা ১৭ বস্তা অর্থাৎ সারে ৮ কুইন্টাল চাল চুরি করে নিয়ে যায়। পাশাপাশি পাশ্ববর্তী অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে যায় চোরের দল। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরিকান্ডের বিভিন্নদিকগুলি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *