পাচারকালে পুলিশের জালে গাঁজা সহ গ্রেফতার দুই

আগরতলা, ২৫ মার্চ: গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে বহিঃরাজ্যের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

এদিন তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে যোগেন্দ্রনগর রেলস্টেশন দিয়ে পাচারকারীরা বহি:রাজ্যে গাঁজা পাচার করতে আসবে। সেই খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশ রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় সন্দেহভাজন একজন মহিলা ও পুরুষকে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ৩৬ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা দুইজনই বিহারের বাসিন্দা। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *