আগরতলা, ২৫ মার্চ: বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে বিরোধীদের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের উত্তরে গ্রামীণ উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, বর্তমানে রাজ্যে এম জি.এন-রেগা প্রকল্পে মোট ৬ লক্ষ ৯১ হাজার ১১২ জন জবকার্ডধারী রয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী, ধলাই জেলায় ৯৭,১৯৭, গোমতী জেলায় ১,০১,২০৮, খোয়াই জেলায় ৭৪,৯৬৯, উত্তর ত্রিপুরায় ৮১,৫৩৯, সিপাহীজলায় ৮৫,৬৩৮, দক্ষিণ ত্রিপুরায় ৯৭,৮২৬, ঊনকোটি জেলায় ৫৮,৪২০ এবং পশ্চিম ত্রিপুরায় ৯৪,৫৬০ জনের জবকার্ড রয়েছে।
তিনি আরো জানান, এম জি.এন-রেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোন রাজ্যকেই গড় শ্রমদিবসের হিসাবে বাজেট বরাদ্দ করেনা। ২০২৩-২৪ ইং অর্থবছরে রাজ্যকে মোট ৩ কোটি ৭৫ লক্ষ শ্রম দিবসের বাজেট বরাদ্দ করা হয়েছিল। তবে, ২০২৪-২৫ ইং অর্থবছরে ৩ কোটি শ্রম দিবসের বাজেট বরাদ্দ রয়েছে, কিন্তু রাজ্য ইতিমধ্যে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ৩ কোটি ৪০ লক্ষ শ্রম দিবস সৃষ্টি করেছে। এই বছরে লেবার বাজেট বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে।
রাজ্য সরকার জানায়, ২০২৩-২৪ ইং অর্থবছরে কার্ড পিছু গড়ে ৬১ শ্রম দিবসের কাজ হয়েছে এবং ২০২৪-২৫ ইং অর্থবছরে ওই সময়ে ৫৮ শ্রম দিবসের কাজ হয়েছে। কাজ শেষে শ্রমিকদের মজুরী সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। বর্তমানে ৭৫৬.৭৩ কোটি টাকা প্রায় ৮ লক্ষ শ্রমিকের মজুরী বাবদ প্রদান করা হয়েছে। তবে, প্রায় ৬৭ হাজার শ্রমিকের ৮৭.২৬ কোটি টাকার ফান্ড ট্রান্সফার অর্ডার এখনো কেন্দ্রীয় সরকার ক্লিয়ার করেনি। আশা করা যাচ্ছে, এপ্রিল ২০২৫-এ সমস্ত বকেয়া মজুরী প্রদান করবে ভারত সরকার।
এম জি.এন-রেগা প্রকল্পটি একটি চাহিদাভিত্তিক প্রকল্প যেখানে শ্রমিকরা ১৫ দিনের মধ্যে কাজ পেতে পারেন। এ বছর রাজ্যে ৫৮,৫০২টি পরিবার ১০০ দিন বা তার অধিক কাজ করেছে এই প্রকল্পের আওতায়।
এছাড়া, যাদের জবকার্ড নেই তাদের জন্য ধারাবাহিকভাবে নতুন জবকার্ড ইস্যু করা হচ্ছে, যাতে কোনো শ্রমিকই কর্মহীন না থাকে।