দেহরাদূন, ২৪ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডে দেহরাদূন-হরিদ্বার হাইওয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িতে ধাক্কা মারল একটি ডাম্পার। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। পুলিশ সুপার (গ্রামীণ) জে বালুনি বলেছেন, দেহরাদূন-হরিদ্বার হাইওয়ের ওপর লাচ্চিওয়ালা টোল প্লাজায় একটি ডাম্পার তিনটি গাড়িতে ধাক্কা মারে, এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ এবং এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
সোমবার পুলিশ জানিয়েছে, দেহরাদূন-হরিদ্বার হাইওয়ের ওপর লাচ্চিওয়ালা টোল প্লাজায় একটি ডাম্পার তিনটি গাড়িতে ধাক্কা মারে, সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িগুলো তুবড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের।