রায়পুর, ২৪ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এমনটাই বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার ছত্তিশগড় বিধানসভার ২৫-তম বর্ষপূর্তি কর্মসূচির ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘‘এই রাজ্য শীঘ্রই নকশাল চরমপন্থা থেকে মুক্তি পাবে।’’ রাষ্ট্রপতি বলেছেন, ছত্তিশগড়ের নকশাল-প্রভাবিত অঞ্চলের মানুষ উন্নয়নের পথে এগিয়ে যেতে চায়।
পরিবেশ সুরক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, আধুনিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি, রাজ্যকে পরিবেশ সুরক্ষাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রাজ্যের নীতিনির্ধারকদের দায়িত্ব উন্নয়ন এবং প্রকৃতির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি, সমাজের সকল অংশকে আধুনিক উন্নয়নের যাত্রার সঙ্গে সংযুক্ত করাও গুরুত্বপূর্ণ।