সোনামুড়া, ২৪ মার্চ : সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লক এলাকার ঐতিহ্যবাহী নিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গভীর রাতের নিশি কুটুম্বের হানায় সমস্ত অফিস কক্ষ লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে কাগজপত্রসহ বিভিন্ন মালামাল তছনছ করে দেয়। প্রাথমিকভাবে জানা গেছে, আলমারি থেকে নথিপত্র এবং অন্যান্য মালামাল চুরি হয়েছে, তবে নগদ অর্থের কোনো চুরির খবর এখনও পাওয়া যায়নি।
বিদ্যালয়ের গেটের তালা কাটা দেখতে পেয়ে গোপালকরা সন্দেহের তীরে বিষয়টি জানালে, এসএমসি কমিটির সভাপতি গিতা রানী মজুমদার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পুলিশকে জানিয়ে দেন এবং সন্ধ্যা ৭টার দিকে যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন।
পুলিশের সাব-ইন্সপেক্টর অজয়বরণ সাহা বলেন, এটি একটি পূর্ব পরিকল্পিত হানার ঘটনা হতে পারে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
বিদ্যালয়ের ইনচার্জ বাপি সরকার জানান, এ ধরনের ঘটনা নেশা দ্রব্য ক্রয় কিংবা অন্যান্য অপরাধমূলক উদ্দেশ্যেই ঘটানো হতে পারে, তবে আমরা পূর্ণ তদন্তের অপেক্ষায় আছি।
বিদ্যালয়ে মোট ১১ জন শিক্ষক রয়েছেন এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩১০ জন। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও, এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
আজ, ২৪ মার্চ, সোমবার সকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভানেত্রী সংবাদ মাধ্যমকে জানান, এই ঘটনা একটি অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক ঘটনা। আমরা দ্রুত পুলিশ প্রশাসনের সহায়তায় রহস্য উদঘাটন আশা করছি।
বিদ্যালয়ের কর্তৃপক্ষ ইতিমধ্যেই লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছে, এবং পুলিশ কর্তৃপক্ষ ঘটনার তদন্তে একনিষ্ঠভাবে কাজ করছে। এলাকাবাসী আশা করছে, দ্রুতই রহস্য উদঘাটিত হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।