আগরতলা, ২৪ মার্চ : গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে যৌথ অভিযান চালিয়েছপ জিআরপি এবং আরপিএফ। ওই অভিযামে ৮ কিলো ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে একজন নেশাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।
জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আগরতলা রেলস্টেশনে রুটিন চেকআপের সময় এক নেশাকারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বেগে আটটি প্যাকেটে ৮ কিলো ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানিয়েছেন, ওই গাঁজাগুলো নিয়ে অভিযুক্ত উত্তরপ্রদেশের উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন। ওই গাঁজাগুলোর বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা হবে। ধৃত অভিযুক্ত বিহারের বাসিন্দা ইমাম উদ্দীন (৫৮)।