আগরতলা, ২৪ মার্চ : চাকরির দাবিতে সোনামুড়া রাঙ্গামাটিয়া ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী। তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে অঙ্গওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়া হচ্ছে।
গ্রামবাসীদের অভিযোগ, সোনামুড়া রাঙ্গামাটিয়া ওয়ারজান বিবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহয়িকা পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এর মধ্যে তিনজন মহিলা ইন্টারভিউ দিয়েছিলেন। পঞ্চায়েতে তরফ থেকে নাম দেওয়া হয়েছিল শিল্পী বেগম নামে এক মহিলার নাম যার স্বামী নেই। এ নাম শোনার পুরো রাঙ্গামাটি এলাকার জনগণ খুশি হয়েছিল শিল্পী বেগম চাকরি হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল রাঙ্গামাটি পঞ্চায়েতকে অবমাননা করে নলছড় আর ডি ব্লকের বর্তমান প্রশাসনিক দায়িত্বে থাকা এক ব্যক্তি টাকার বিনিময়ে একই এলাকার শিল্পী দাসকে সহয়িকা পদে চাকরি দেওয়া হয়। ওই খবর প্রকাশ্যে আসতেই গ্রাম পঞ্চায়েতের এলাকার ক্ষুদ্ধ জনগণরা অঙ্গনওয়ারি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।