আগরতলা, ২৪ মার্চ : ত্রিপুরায় ২০২৩-২৪ অর্থবছরে ১৪০টি ধর্ষণ এবং ৩০টি খুনের মামলায় ১৪৪ জন নারী ধর্ষিত হয়েছেন এবং ৩১ জন নারী খুন হয়েছেন। আজ ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধায়িকা স্বপ্না দেবর্বমার তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, ৩০টি খুনের মামলায় মোট ৩৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় ০১ জন অভিযুক্তকে আদালত কর্তৃক সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খুন এবং ধর্ষণের মামলায় বর্তমানে ০৬ জন খুনী আসামী জেল বন্দী রয়েছে।