বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে শহীদ দিবস উদযাপন

আগরতলা, ২৩ মার্চ: ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ৯৫ তম শহিদান দিবস উপলক্ষে চারটি বাম ছাত্র যুব সংগঠন শহীদদের স্মরণে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে।

আজ সিটি সেন্টারের সামনে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা।

১৯৩১ সালের ২৩ মার্চ ব্রিটিশ সরকার শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে ফাঁসি দেয়। তাদের এই আত্মবলিদানের দিনটি ভারতীয় মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *