আগরতলা, ২২ মার্চ : আন্দোলনে আবারো মহাদূর্ভোগের মুখোমুখি হতে চলেছে শহর আগরতলাবাসী। সোমবার আগরতলায় ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে মহা জমায়েতে সামিল হবে টিএসএফ। সপ্তাহের শুরুর দিনই ওই জমায়েতকে কেন্দ্র করে অবরুদ্ধ হবে আগরতলায় বিভিন্ন এলাকা। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। টিএসএফ-এর তরফ থেকে জানানো হয়েছে, আপাতত জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। আগামী সোমবারের মহাজমায়েতের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন তিনি বলেন, রাজ্য সরকার তিপ্রাসাদের নায্য দাবি মানছে না। তাই একাধিকবার আন্দোলনমুখী হতে হয়েছে তাঁদের। কিন্তু তারপরও সরকারের কোনো টনক নড়ে নি। তাই এবার তিপরা মথা ছাত্র সংগঠন আগামী সোমবার সার্কিট হাউসে মহা জমায়েতে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুব সংগঠন। তাঁর কথায়, ত্রিপুরা সরকার যদি ককবরক ভাষা রোমান হরফ ব্যবহারের দাবি শান্তিপূর্ণভাবে মেনে নিতো তাহলে এই পদক্ষেপ নেওয়ার দরকার হতো না।
তাঁর দাবি, শান্তিপূর্ণভাবে তিপরা মথা যুব সংগঠনের তরফ থেকে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। ওই অবরোধে কোনও অ্যাম্বুলেন্স আটকানো হয়নি। ওই অবরোধে জরুরি পরিষেবার সাথে যুক্ত যানবাহন ও দোকানপাট বনধের বাইরে থাকবে। শান্তিপূর্ণভাবে বনধে সামিল হওয়ার জন্য আপামর জনগনকে অনুরোধ জানিয়েছেন তিনি। এদিন তিনি আরও বলেন, তিপরা মথার আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং চলছে।