রাজ্যে এলেন মুকেশ আম্বানির টিম, বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সাথে

আগরতলা, ২২ মার্চ : ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আগেই মুম্বাইয়ের গিয়ে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সাথে দেখা করেছিলেন। তিনি মুকেশ আম্বানিকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে বিকশিত ত্রিপুরার সাথে যুক্ত হওয়ার আহ্বান রেখেছিলেন। ওই আহ্বানে ডাক দিয়ে আজ ত্রিপুরায় এলেন মুকেশ আম্বানির টিম। আজ সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি সামাজিক মাধ্যমে লিখেন, মুকেশ আম্বানির পরামর্শ অনুযায়ী রিলায়েন্স জিও-র নর্থ ইস্টার্ন জোনের বিজনেস হেড’র নেতৃত্বে একদল কর্মকর্তা রাজ্যে এসে আইটি এবং আইটি-সক্ষম সেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, সার উৎপাদন, পেট্রোলিয়াম, বাঁশ থেকে এথানল উৎপাদন, রাবার কাঠের আসবাবপত্র, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগগুলি নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে আইটি ক্ষেত্রের প্রতি তাদের আগ্রহ অত্যন্ত বেশি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *