নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): শম্ভু ও খানৌরি সীমানা থেকে অবশেষে যানবাহন চলাচল শুরু হল। পঞ্জাব-হরিয়ানা খানৌরি সীমানা থেকে প্রতিবাদী কৃষক ও কৃষকদের দ্বারা নির্মিত অস্থায়ী কাঠামো অপসারণের পর, ওই রুটে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে, এখনও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
পঞ্জাব-হরিয়ানা খানৌরি সীমানায় হরিয়ানার দিকে কৃষকদের আটকাতে নির্মিত সিমেন্টের দেওয়ালটিও সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে চলাচলের পথ পরিষ্কার হয়ে গিয়েছে। সীমানার হরিয়ানার দিকে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।