ত্রিশ লক্ষা‌ধিক টাকার ড্রাগস সহ আটক দুই

আগরতলা, ২১ মার্চ : ত্রিশ লক্ষা‌ধিক টাকার ড্রাগস সহ আসামের পাথারকা‌ন্দি‌তে দুইজনকে আটক করা হয়েছে।

গোপন খব‌রের ভি‌ত্তি‌ত্বে ড্রাগস বি‌রোধী অ‌ভিযা‌নে নে‌মে বড়সড় সাফল্য পেলো আসামের পাথারকা‌ন্দি পু‌লিশ। বৃহস্প‌তিবার রাতে স্থানীয় পু‌লি‌শের এক‌টি দল আগাম খব‌রের ভিত্তিতে ওএন‌জি‌সি বাইপাস সড়‌কে ওৎ‌পেতে ব‌সে থা‌কে। তখন এক‌টি নাম্বারবিহীন স্কু‌টি‌তে চে‌পে দুজন ড্রাগস পাচারকা‌রি আসামের শ্রীভূ‌মি সদর থে‌কে আসামের পাথারকা‌ন্দি‌তে আসার প‌থে পু‌লিশ তা‌দের‌কে আটক ক‌রে। প‌রে তা‌দের স্কু‌টির ডি‌কি থে‌কে বা‌রোটি সাবা‌নের বা‌ক্সে ১৩৭ গ্রাম ড্রাগস বা‌জেয়াপ্ত হয়। সঙ্গে স্কু‌টি‌টিও বাজেয়াপ্ত ক‌রে‌ছে পু‌লিশ।

ড্রাগ‌সের কা‌লোবাজারী মূল্য ত্রিশ লক্ষা‌ধিক টাকার মত হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে। এ কা‌ন্ডে ধৃত‌দের ম‌ধ্যে রয়ে‌ছে আব্দুল আহাদ ও সামসউ‌দ্দিন তালুকদার। পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে রাতভর ধ‌রে থানায় আট‌কে রে‌খে টানা জেরা ক‌রে।ধৃত‌দের আজ শুক্রবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌য় ব‌লে পু‌লিশ জা‌নিয়েছে।