নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): এলাহাবাদ হাইকোর্টের রায়ে হতাশা ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। উক্ত রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মধ্যস্থতা চেয়েছেন তিনি। উল্লেখ্য, একটি মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, নাবালিকার স্তন চেপে ধরা এবং তার পায়জামার ফিতে ছিঁড়ে দেওয়াকে কোনওভাবেই ধর্ষণ বা ধর্ষণের প্রচেষ্টা বলা যায় না। বিষয়টি আইনের চোখে ‘গুরুতর যৌন নিপীড়ন’ হিসেবেই বিবেচিত হবে।
এই রায়ের প্রেক্ষিতে শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাতী মালিওয়াল বলেছেন, “আমার মতে, এটা সম্পূর্ণ ভুল। একটি অল্পবয়সী মেয়ের উপর এত বড় অন্যায় করা হয়েছে, আর এলাহাবাদ হাইকোর্ট বলছে, এটা ধর্ষণের চেষ্টা ছিল না। তাহলে ধর্ষণের চেষ্টা বলতে ঠিক কী বোঝায়, যদি এটাও না হয়? আমার মতে, এটা অত্যন্ত ভুল এবং খুবই দুর্ভাগ্যজনক বক্তব্য। এটি সমাজে অত্যন্ত বিপজ্জনক বার্তা পাঠায়। মাননীয় সুপ্রিম কোর্টের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
—————