পাটনা, ২১ মার্চ (হি.স.): মানসিকভাবে সুস্থ নেই নীতীশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। বৃহস্পতিবার জাতীয় সঙ্গীতের সময় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কথা বলা প্রসঙ্গে আরজেডি বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী বলেছেন, “তিনি (বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার) মানসিকভাবে স্থিতিশীল নন। আমরা দাবি করছি, যদি তাঁর মন কাজ না করে, তবে নিজের ছেলেকে তিনি মুখ্যমন্ত্রী করতে পারেন।”
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সঙ্গীতের সময় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কথা বলতে দেখা যায়। আর তা নিয়েই এবার সরব আরজেডি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ এনে শুক্রবার আরজেডি বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করেন।