বেঙ্গালুরু, ২১ মার্চ (হি.স.): ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল কর্ণাটক বিধানসভায়। শুক্রবার কর্ণাটক বিধানসভায় বিজেপি বিধায়করা সভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান, অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজপত্র ছিঁড়ে ছুঁড়ে মারেন, তীব্র হট্টগোল শুরু। হইহট্টগোলের কারণে বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
অনেক মন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের হানিট্র্যাপে আটকানোর চেষ্টার অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্য বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এদিন বলেন, “একবার অভিযোগ দায়ের হলে, তদন্ত করা হবে। কাউকে বাঁচানোর কোনও প্রশ্নই ওঠে না। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ জি পরমেশ্বর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।”
—————