আগরতলা, ২১ মার্চ : টিএসএফ-এর দাবিকে সমর্থন করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর কথায়, আগে থেকেই কংগ্রেস ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবি করে আসছে।
আজ ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশনে যাওয়ার পথে রাস্তায় বিধায়ক সুদীপ রায় বর্মনকে আটক করে টিএসএফ কর্মীরা। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোমান হরফ ককবরক চালু করার পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বামফ্রন্ট সরকার কখনো ককবরক ভাষায় রোমান হরফে ব্যবহারের দাবিকে পাত্তা দেয়নি। দূর্ভাগ্যবশত বর্তমানে সরকারও এই ব্যাপারে কোনরকম পদক্ষেপ গ্রহণ করছে না। কিন্তু আগের থেকে কংগ্রেস ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবি করে আসছে।
এদিন তিনি আরো বলেন, ১৯৬৮ সাল থেকে ককবরক ভাষা রোমান হরফে লেখার সুযোগ নিয়ে আন্দোলন চলছে। বিগত দিনে শ্যামা চরণ ত্রিপুরা কমিশন, পবিত্র সরকার কমিশন এবং অতুল দেববর্মা কমিশন হয়েছে। রিপোর্ট রোমান হরফের পক্ষে গেলেও সরকার রিপোর্ট ধামাচাপা দিয়ে রেখেছে। তিনি আরো বলেন জনজাতিদের আবেগ নিয়ে খেলছে সরকার।
জনজাতির ভাবাবেগ সরকারকে উপলব্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে তাঁরা নায্য দাবি জানিয়ে আসছে। তাঁদের দাবিতে বিভিন্ন কারণে রয়েছে। কিন্তু পূর্বতন এবং বর্তমান সরকারের তালবাহানা শেষ হচ্ছে না। কংগ্রেসের তরফ থেকে সরকারের নিকট অতিসত্বর ককবরক ভাষায় রোমান হরফে চালুর দাবি জানিয়েছেন তিনি।