আগরতলা, ২১ মার্চ : জনজাতি কল্যাণে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। সেই চুক্তি স্বাক্ষর করেও শর্ত বেমালুম ভুলে গেলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। দাবি পূরণের জন্য আন্দোলন করা যাবে না, ত্রিপাক্ষিক চুক্তির ওই শর্ত সেদিন মানলেও আজ বেমালুম ভুলে গেলেন তিনি। ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে টিএসএফ-র রাজ্যব্যাপী অবরোধ আন্দোলনে সমর্থন জানিয়ে আগরতলায় সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে ওই কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। তাঁর মতে, জনজাতি অংশের ছেলেমেয়েরা শিক্ষিত না হলে তাঁরা হয়তো উগ্রপন্থার পথ বেছে নেবে।
ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে আজ সকাল থেকে সার্কিট হাউসের সামনে অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন টিএসএফ’র নেতা-কর্মীরা। এদিন পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তিপরা মথার কর্মী সর্মথকরা। এদিন দাবির সমর্থনে আন্দোলনস্থলে গিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। এদিন তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন।
পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী দেবর্বমণ বলেন, দীর্ঘদিন ধরে তিপরা মথার ছাত্র সংগঠন নায্য দাবি জানিয়েছে আসছে। কিন্তু পূর্বতন সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের আমলেও এই দাবি পূরণ হয়নি। তিপ্রাসাদের ভাষা, উন্নয়নের দাবি পূরণের কথা আসলে কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপির সরকারের তালবাহানা শুরু হয়ে যায়। এদিন তিনি আরও বলেন, বিধানসভার বাইরে এবং ভিতরে আমার পূর্ন সমর্থন রয়েছে। কারণ, তরুণ ও পরবর্তী প্রজন্মের জন্য কোনো আপস করা যাবে না।ছাত্র ছাত্রীরা পাস না করলে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। তারা ভুল পথে অগ্রসর হবে। তখন আপনারা আমাদের উগ্রপন্থী বলবেন। তিনি আরো বলেন, জোট তিপ্রাসাদের সঙ্গে। কোন পার্টি এবং সরকারের সাথে জোট হয়ে এই আন্দোলন নয়। আমি শাসক জোট শরিকের ক্ষমতা থেকেও তিপ্রাসাদের ভাবাবেগকে সর্মথন করি।