আগরতলা, ২১ মার্চ : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে তিপরা মথা ছাত্র সংগঠনের ডাকা বনধের রাজ্যের বিভিন্ন এলাকায় প্রভাব পড়েছে। আজ সকাল থেকেই সার্কিট হাউস, খোয়াই, রইস্যাবাড়ি, অমরপুর, গন্ডাছড়া আমবাসা, লংতরাইভ্যালি মহকুমায় বনধকে সফল করতে তিপ্রাসা কর্মীরা পিকেটিং শুরু করেছেন। আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বনধকে সফল করতে উপস্হিত ছিলেন ধর্মঘটকারীরা। তাছাড়া, এডিসি এলাকায় অবস্থিত বিভিন্ন রেল লাইনেও পিকেটিং করেছে তিপরা মথার কর্মীরা। অবরোধের জেরে ভোগান্তির শিকার বিভিন্ন অফিস আদালতে যাওয়ার পথে কর্মচারীর থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। তাছাড়া, অবরোধের জেরে বিভিন্ন স্কুলে পরীক্ষা দিতে চরম অসুবিধার সম্মুখীন হয়েছে ছাত্র ছাত্রীরা।
প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবি জানিয়ে আসছে তিপরা মথা ছাত্র সংগঠন। একাধিকবার দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনমুখীও হয়েছেন সংগঠনের নেতৃত্বরা। এমনকি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি, রাজ্যপালের নিকটও ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করে নি। তাই গতকাল তিপরা মথা ছাত্র সংগঠনের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই জেরে আজ সকাল থেকে সার্কিট হাুউস এলাকায় পিকেটিং শুরু করে তিপরা মথার কর্মী সর্মথকরা। এর ফলে গোটা শহরে যানজট তীব্র আকার ধারণ করে। পাশাপাশি, সড়ক অবরোধের কারণে আইসিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থীরা চরম হয়রানির শিকার হয়েছে। এদিন পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অনেক পরে পরীক্ষার্থীরা আগরতলায় হলিক্রস স্কুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। সময়মতো পরীক্ষা কেন্দ্রে যাবার প্রশ্নে পুলিশ ও প্রশাসন কারো কাছ থেকে সহায়তা পায়নি বহু পরীক্ষার্থী বলে অভিযোগ। এর ফলে অনেকে পরীক্ষার্থীই মানসিকভাবে বিপর্যস্ত।
তাছাড়া, অবরোধের জেরে স্তব্ধ গোটা গন্ডাছড়া। শুক্রবার ভোর থেকে গন্ডাছড়া মহকুমার সবকয়টি সড়ক, গন্ডাছড়া রইস্যাবাড়ি, অমরপুর, আমবাসা সড়ক স্তব্ধ করে দিল ছাত্র সংঘটনের কর্মী সমর্থকরা। এমনকি, মহকুমার হাট বাজার, অফিস আদালত, সম্পূর্ন স্তব্ধ হয়ে পড়ে। এদিন আন্দোলনে সামিল হয়েছেন আইপিএফটি দলের কর্মী সমর্থকরাও। স্তব্ধ হয়ে পড়েছে গোটা জনজীবন। তাছাড়া, চম্পকনগর সাধুপাড়া, লংতরাই মহকুমায় টিএসএফ-র রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেছে। তাছাড়া, সাব্রুম – আগরতলা ডেমো স্পেশাল আগরতলা যাওয়ার পথে জোলাইবাড়ীতে অবরোধ করেন কর্মী সর্মথকরা।