আগরতলা, ২১ মার্চ : আজ ত্রিপুরা বিধানসভা অধিবেশনে মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর এবং তাঁদের সহকর্মীদের প্রতি অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ জয়ী ভারতীয় ক্রিকেট দল এবং ভারতীয় অনূর্ধ-১৯ মহিলা ক্রিকেট দলকে ২০২৫ সালের টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানানো হয়।
বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ বিজ্ঞানী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মী বুচ উইলমোর গত বুধবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন। তাঁদের এই ঐতিহাসিক সাফল্য বিশ্বের জন্য গর্বের এবং ভারতের জন্য এক বিশেষ মুহূর্ত। তিনি আরও বলেন, ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে মহাকাশচারীরা অত্যন্ত সফলভাবে পৃথিবীতে ফিরে আসার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
এছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অসাধারণ সাফল্য তুলে ধরে বিধানসভা অধ্যক্ষ বলেন, ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা অর্জন করেছে। রোহিত শর্মার নেতৃত্বে দলটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, বিশেষ করে রবীন্দ্র জাদেজার শেষ মুহূর্তের বাউন্ডারি দিয়ে ভারতীয়দের আনন্দের জোয়ার এনে দেয়।
ভারতীয় অনূর্ধ-১৯ মহিলা ক্রিকেট দলও ২০২৫ সালের টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করেছে। ২রা ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় মহিলা দল দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, বলেন বিধানসভা অধ্যক্ষ। তিনি আরো বলেন, গঙ্গাদি তৃষা, যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ ও সিরিজ নির্বাচিত হয়েছেন, তার অসাধারণ পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসনীয়।
ত্রিপুরা বিধানসভা এই সকল সাফল্যের জন্য ভারতীয় মহাকাশচারী, ক্রিকেট দল এবং মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে।