সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক শুরু, সমাপ্তি ২৩ মার্চ

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): বেঙ্গালুরুতে শুরু হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র তিন-দিন ব্যাপী অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক। অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ মার্চ। গুরুত্বপূর্ণ এই বৈঠক এবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছে।

তিন-দিন ব্যাপী অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক শুরু হওয়ার প্রাক্কালে, শুক্রবার সকালে ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত ও সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। এরপর বৈঠকের শুভারম্ভ হয়। এই বছরের অক্টোবর মাসে আরএসএস ১০০ বছর পূর্ণ করবে। তাই আরএসএস-এর শতবর্ষ সম্পর্কিত সমস্ত কর্মসূচি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হবে।

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *