আগরতলা, ১৯ মার্চ : চুরি যাওয়া জিনিস সহ দুইজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১৭ মার্চ রাতের আধাঁরে উত্তর বনমালীপুরস্থিত সুমন দের্ববমার দোকানে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল হানা দিয়ে দোকানের জিনিসপত্র সহ দুটি সিলিন্ডার নিয়ে পালিয়েছে। পরবর্তী সময়ে দোকাম মালিক মামলা দায়ের করেছিলেন। তাছাড়া, পাশাপাশি, আনন্দময়ী কালীমন্দির থেকে প্রণামী বাক্স নিয়ে পালিয়ে যাওয়া চোর। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। তদন্তে নেমে বলরাম দাস এবং সুখেন ঋষি দাস নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি সিলিন্ডার সহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।