আগরতলা, ১৯ মার্চ : বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ওই ঘটনায় উত্তর রামচন্দ্র ঘাট চৌমুহনী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কোনো এক বিষয়কে কেন্দ্র করে রানু নমঃ এবং তার মাকে এলাকারীই কিছু দলীয় লোক ডেকে নিয়ে বলে তার বড় ভাই নাকি তাদেরকে বকাবকি করেছে। বড় ভাইকে খুঁজে এনে দিতে হবে বলেও ওই দলের লোকেরা জানায়। পরবর্তীতে গতকাল রাতে বিগত পাঁচ থেকে সাত বছর আগে গড়ে ওঠা সেই গরিব অসহায় ব্যক্তির উপার্জনের মাধ্যমটি ভেঙে তছনছ করে দিয়েছে দুষ্কৃতকারীরা। ব্যবসায়িক প্রতিষ্ঠান ওই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন রানু নমঃ।