আগরতলা, ১৯ মার্চ : রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠলো জিবিপি হাসপাতাল। মৃতের পরিজনদের দ্বারা শারীরিকভাবে হেনস্থার শিকার হলেন চিকিৎসক এবং নার্স। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিবি ফাঁড়ি থানার পুলিশ।
ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে জিবিপি হাসপাতালের এমএস শংকর চক্রবর্তী বলেন, গতকাল গভীর রাতে এক রোগীকে আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয়। স্ট্রোক হওয়ার পর হাসপাতালে ওই রোগীকে এনে মেডিসিন বিভাগে তাকে ভর্তি করানো হয়। তখনই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। কিন্তু চিকিৎসকরা সব ধরনের চেষ্টা চালিয়ে যান ওই রোগীকে সুস্থ করে তুলতে। কিন্তু আজ দুপুর নাগাদ ঐ রোগের মৃত্যু হয়। আর তাতেই ডাক্তারদের উপর চড়াও হয়ে ওঠেন রোগীর আত্মীয়-পরিজনেরা। কর্তব্যরত অবস্থায় থাকা একজন চিকিৎসক এবং নার্সকে শারীরিকভাবে হেনস্থা করেন মৃতের পরিজনেরা। যথারীতি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে চিকিৎসককে হেনস্থা করার অভিযোগে রোগীর-রো পরিজনদের মধ্যে থেকে দুজনকে আটক করে নিয়ে যায়। এই বিষয়ে থানায় এফআইআর দায়ের করা হবে বলেও জানিয়েছেন শংকর চক্রবর্তী। কর্তব্যরত চিকিৎসককে শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অভিজ্ঞ মহল।