কৈলাসহরে ঠিকাদারি কাজ নিয়ে রণক্ষেত্র, বাইক ভস্মীভূত

কৈলাসহর, ১৯ মার্চ : ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্র কৈলাসহর জলসম্পদ বিকাশ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয় প্রাঙ্গণ। বুধবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একটি মোটর বাইক আগুনে ভস্মীভূত হয়েছে এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন কিছু ঠিকাদার জলসম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে কাজের বরাত নিয়ে আলোচনা করতে আসেন। অভিযোগ, সেখানে উপস্থিত কিছু নিগো মাফিয়া ঠিকাদারকে কাজের অর্ডার কপি অফিস থেকে সংগ্রহ করতে বাধা দেয় এবং হুমকি দেয়। এর জেরেই উত্তেজনা ছড়ায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঠিকাদারের দলের সাথে নিগো মাফিয়াদের ঝামেলা চলাকালীন হঠাৎ করে একটি বাইকে আগুন লেগে যায়। এই অগ্নিসংযোগ কে করেছে সেটা জানা যায় নি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বাইকটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং নিগো মাফিয়াদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।