রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ ৮ দফা দাবিতে রাজপথে মিছিল সারা ভারত কৃষক সভা

আগরতলা, ১৯ মার্চ : বিজেপি সরকারের আমলে রাজ্যের কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ ৮ দফা দাবিতে রাজপথে মিছিলে সামিল হয়েছে সারা ভারত কৃষক সভা। এদিনের মিছিলটি সার্কেস হাউজের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জলসম্পদ উন্নয়ন দপ্তরে ডেপুটেশনে মিলিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্যের প্রায় ৮০ শতাংশ সেচ মেরামতের অভাবে অচল হয়ে রয়েছে। ফলে, কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একাধিকবার জলসম্পদ উন্নয়ন দপ্তরের কাছে রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা এবং পুরোনো সেচ মেরামত করার দাবি জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

এদিন তিনি আরও বলেন, ভয়াবহ বন্যায় ত্রিপুরায় কৃষি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান, শাক সবজি সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী ত্রিপুরা সহ আরও অন্যান্য জায়গায় বন্যার কারণে জল সেচ নষ্ট হয়ে রয়েছে। তাই আজ কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট ৮ দফা দাবিতে সোচ্চার হয়েছে সারা ভারত কৃষক সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *