ডুনেডিন, ১৮ মার্চ (হি.স.) : পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জেতার পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও জয় পেল কিউইরা। মঙ্গলবার দ্বিতীয় টি-২০ তে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের সুবাদে সিরিজে ২-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক ব্রেসওয়েল। বৃষ্টি জন্য ম্যাচটি হয় ১৫ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন আগা। এছাড়া শাদাব খান ২৬ ও শাহিন আফ্রিদি করেন ২২ রান। নিউজিল্যান্ডের হয়ে ৪ বোলার জেকব ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম এবং ইশ শোধিও পেয়েছেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে ঝড়ো ব্যাটিং করে নিউজিল্যান্ডের ওপেনাররা। ইনিংসের প্রথম ৪২ রানই এসেছে সাত ছক্কায়। টিম সেফার্ট ও ফিন অ্যালেনের ওপেনিং জুটি থেকে আসে ৬৬ রান। এই জুটিই নিউজিল্যান্ডের জয়ের রাস্তা তৈরি করে দেন। সেফার্ট ২২ বলে ৪৫ রানে এবং অ্যালেন ১৬ বলে করেন ৩৮ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ২০ রানে ২ উইকেট নিয়েছেন হারিস রউফ। সিরিজের তৃতীয় ম্যাচ হবে শুক্রবার।