নাগপুরের হিংসাত্মক ঘটনা ও দাঙ্গা পূর্বপরিকল্পিত মনে হচ্ছে : দেবেন্দ্র ফড়নবিস

মুম্বই, ১৮ মার্চ (হি.স.) : নাগপুরের হিংসাত্মক ঘটনা ও দাঙ্গা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে, মঙ্গলবার মহারাষ্ট্র বিধানসভায় এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেছেন, “ছাভা ছবিটি এখনও ঔরঙ্গজেবের রুদ্ধে মানুষের ক্ষোভকে উস্কে দিয়েছে, সকলেরই মহারাষ্ট্রকে শান্তিপূর্ণ রাখা উচিত।” পুলিশের ওপর হামলা প্রসঙ্গে ফড়নবিস বলেছেন, “পুলিশের উপর আক্রমণ সহ্য করা হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নাগপুরের হিংসা প্রসঙ্গে মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি আরও বলেন, “নাগপুরে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল বিক্ষোভ করেছে। গুজব ছড়িয়েছে যে, ধর্মীয় বিষয়বস্তু সম্বলিত জিনিসপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। এটি একটি সুপরিকল্পিত আক্রমণ বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়ার অনুমতি কারও নেই।”

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *