শিক্ষার মান উন্নয়নে হোস্টেল পরিদর্শনে মন্ত্রে বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ মার্চ:
শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাহায্য করে চলেছে। মঙ্গলবার সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা আর ডি ব্লকের অধীন সুরেন্দ্র নগর গার্লস এবং বয়েজ হোস্টেলে পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দুইটি হোস্টেলে পরিদর্শনকালে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।

তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে চায় হোস্টেলে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা। পড়াশোনা করতে কোন অসুবিধা সম্মুখীন হচ্ছে কিনা ছাত্র-ছাত্রীরা।কারণ তিনি মনে করেন ছাত্র-ছাত্রীদের সাথে কথা বললে তাদের সমস্যা গুলির কথা জানা সম্ভব হবে। তাই আমি পরিদর্শনকালে বেশিরভাগ কথাবার্তা ছাত্র-ছাত্রীদের সাথে বলে থাকেন বলে তিনি জানান। আরো জানান তারা তাদের মনে কথাগুলি মন্ত্রী হিসেবে না দেখে আপন ভেবে বলতে পারে যদি ছাত্র-ছাত্রীদের সাথে খোলামেলা বাতায়নে কথা বলা যায়। তিনি আশাবাদী ছাত্রছাত্রীরা আগামী দিনগুলিতে মন্ত্রী হিসেবে না দেখে খোলামেলাভাবে উনার সাথে কথা বলবে। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তের হোস্টেল গুলি থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। এমন কিছু অভিযোগ রয়েছে যেগুলি ছাত্রছাত্রীদের শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে অভিমত ব্যক্ত করার মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুল বা হোস্টেল গুলিতে শিক্ষার পরিবেশ তৈরি করে একান্ত প্রয়োজন। তবেই একদিন ছাত্র-ছাত্রীরা বড় হয়ে সামাজিক দ্বায়ভার সামলাতে আসবে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *