মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রি করাকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় মামলা, আহত একাধিক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৮ মার্চ:
মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রি করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন একাধিক। ঘটনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় উত্তপ্ত বাইদ্যারদিঘি এলাকায়। বাইদ্যারদিঘি বাজারে ফাস্টফুডের দোকান থেকে আইয়ুব খান সহ কয়েকজন যুবক রোজার মাসে ইফতার করতে ৫০০ টাকার ঠান্ডা পানীয় ক্রয় করেন। শিশু সহ কয়েকজন খাওয়ার পর দেখতে পায় সমস্ত ঠান্ডা পানীয় মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে অনেক পূর্বে।

সমস্ত পানিয়গুলি নিয়ে ফাস্টফুডের দোকানে আসার পর মালিক ভয়ে পালিয়ে যায়। পাশে থাকা দোকান ভিটির মালিক জামাল হোসেন গ্রাহকদের সাথে উত্তেজিত হয়ে ওঠেন। হঠাৎ করে মুহূর্তের মধ্যে আইয়ুব খান সহ সমস্ত গ্রাহকরা জামাল হোসেনের উপর চড়াও হয়।এলোপাথাড়ি তার ওপর আক্রমণ শুরু করেন। মুহূর্তের মধ্যে গোটা বাইদ্যারদিঘি বাজার চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তার কিছুক্ষণ পর জামাল হোসেনের পরিবারের লোকেরা ধ্বজনগরে আক্রমণকারী ব্যক্তিদের বাড়িতে তান্ডব চালায়। মহিলা সহ একাধিক ব্যক্তির উপর আক্রমণের অভিযোগ উঠে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আক্রান্ত মহিলা সহ পুরুষদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত মহিলাকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে চলে যায় বিশালগড় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়। গোটা এলাকায় সারারাত পর্যন্ত উশৃংখল পরিস্থিতি বিরাজ করে।