বাইকের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ

আগরতলা, ১৭ মার্চ : বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক বৃদ্ধ। আজ সকালে তেলিয়ামুড়া বাজার সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

উল্লেখ্য, আজ তেলিয়ামুড়া বাজারের সাপ্তাহিক হাটবারের দিন। বাজারবার হিসাবে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রতি সংখ্যক লোকেরা কেনাকাটা করার জন্য আসেন। বাজার বার হওয়াতে আসাম-আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে প্রচুর সংখ্যক যানবাহন দাঁড়িয়ে থাকে। আজও তার ব্যতিক্রম ছিল না। তেলিয়ামুড়া থানাধীন সুর্দছড়া এলাকার বাসিন্দা ধীরেন্দ্র চন্দ্র দাস বাজার করার জন্য বাজারে এসেছিলেন। তখনই টিআর০১জেড৫১৩৬ নম্বরের একটি বাইক ধীরেন্দ্র চন্দ্র দাসকে(৭০) পেছন দিক থেকে ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় বীরেন্দ্র দাস রাস্তায় লুটিয়ে পড়েন। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা খবর দিয়েছেন তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থল থেকে আহত ধীরেন্দ্র চন্দ্র দাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এদিকে পুলিশ ঘাতক বাইকটিকে আটক করে বলে জানা গেছে।

এদিকে, সাপ্তাহিক বাজার বারে দূরদূরান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষেরা বাজারে কেনাকাটা করার জন্য আসেন। প্রায়ই লক্ষ্য করা যায় আসাম-আগরতলার জাতীয় সড়কের দুই প্রান্তে প্রচুর সংখ্যক যানবাহন পার্কিং করে বাজারের কেনাকাটা করেন। ফলে, দীর্ঘদিন ধরে নেতাজি নগর ব্রীজ থেকে পুরাতন টি আর টি সি পর্যন্ত পথ চলতি মানুষ সহ যানবহন চলাচল করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। এই চিত্র বহুদিন ধরে ওঠে আসলেও তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ তেমন কোন ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি বলে একাংশ শুভ বুদ্ধি তথ্য অভিজ্ঞ মহলের অভিমত।

একাংশ জনগণের অভিযোগ, ট্রাফিক পুলিশ নিজেদের যথাযোগ্যভাবে কর্তব্য পালন না করাতে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে চলছে। তবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কবে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ নিজেদের কর্তব্য পালন করবে এবং যান দুর্ঘটনা সংখ্যা কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *