তিনজন বাংলাদেশী নাগরিকসহ এক গাড়ি ও চালক আটক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৬ মার্চ:
তিনজন বাংলাদেশী নাগরিকসহ একটি গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়া থানার পুলিশ মনুরমুখ নাকা চেকিং পয়েন্টে চেক করতে গিয়ে তিনজন বাংলাদেশী নাগরিক সহ টিআর০৮- এ – ০৩২৬ নম্বরের ইকো গাড়ি ও তার মালিক আশিস মজুমদারকে গ্রেফতার করে বিলোনিয়া থানায় নিয়ে আসে। ঘটনায় আটককৃত বাংলাদেশী নাগরিকরা হল অন্তরা শেখ, নাজমা আলম গিরি এবং রুপা সর্দার। তাদের বাড়ি বাংলাদেশের যশোর এবং খুলনা এলাকায়।

তারা জানায় তিন চার বছর আগে তারা পশ্চিমবঙ্গের সাতক্ষীরা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে আমেদাবাদ চলে যায়। সেখানে দীর্ঘদিন কাজ করে তারা নিজ বাড়ি বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য গতকাল বিমানে করে ত্রিপুরায় আসে এবং আগরতলা বিমানবন্দর থেকে এই গাড়ি করে তারা ঋষ্যমুখের উদ্দেশ্যে যাওয়ার সময় আটক হয় পুলিশের হাতে। তাদের কাছে বৈধ কোন কাগজ পত্র নেই। আঁধার কার্ড থাকলেও সেইটা ছিল অবৈধ বা জাল।

এই ঋষ্যমুখের কাঁটাতারের সীমান্ত দিয়ে অহরহ চলছে মানব পাচারকারীদের দৌরাত্ম্য। বিলোনিয়া থানার পুলিশ এই বিষয়ে একটি স্বতপ্রণোদিত মামলা গ্রহণ করে। মামলার নাম্বার হল ১৭/২০২৫, ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১৪৩(৩), ২৪৯(সি), ৩৩৬(৩),৩৪২ & ৩ অফ আইপিপি অ্যাক্ট ধারায় মামলা গ্রহণ করে পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে বিলোনিয়া আদালতে প্রেরণ করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তে যতই নজরদারি থাকুক এবং সীমান্তে কাঁটাতারের বেড়া থাকুক না কেন অনুপ্রবেশ কিন্তু কিছুতেই রোধ করা যাচ্ছে না। প্রতিনিয়তই সীমান্ত দিয়ে এপার ওপার করছে মানুষ। এনআইএ যতই কঠোর ব্যবস্থা নিক না কেন আদম বেপারীরা কিন্তু সক্রিয় রয়েছে সীমান্তে। আর তা বারবার প্রমাণিত হচ্ছে বাংলাদেশী নাগরিক আটকের মাধ্যমে। এখন প্রশ্ন হল দেশের গোয়েন্দা বিভাগ থাকতে কি করে বাংলাদেশী নাগরিকরা দেশের বিভিন্ন শহরে এখনো রয়েছে অবৈধভাবে এবং অবৈধ পথ অনুসরণ করে বিমানে পাড়ি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *