নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে রাইসিনা সংলাপ ২০২৫। এটি ভারতে আয়োজিত ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি সংক্রান্ত সর্ববৃহৎ সম্মেলন। এই বছর এই সম্মেলনের দশম সংস্করণ। সম্মেলন চলবে ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবারের থিম কলাচক্র- পিউপল, প্লেস, প্ল্যানেট।
সোমবার রাইসিনা ডায়লগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। উপস্থিত থাকবেন ১৮টি দেশের বিদেশ মন্ত্রী, বাণিজ্যিক সংস্থার প্রধান ও বিদেশনীতির বিশেষজ্ঞরা। পরিবর্তিত আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষিতে চিনকে উপেক্ষা করে প্রথমবার আসছেন তাইওয়ানের শীর্ষ প্রতিরক্ষা বিশেষজ্ঞ।