কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদাতাদের উৎসাহিত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ:
“দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান” – এই স্লোগানকে সামনে রেখে রবিবার কুঞ্জবন সেবক সংঘে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার,কর্পোরেট হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা।

রবিবার রাজধানীর কুঞ্জবন সেবক সংঘে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রক্তদান শিবিরের উদ্বোধন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্ত এমন এক দান যে দান মানুষকে সঠিক পথে পরিচালিত হওয়ার শিক্ষা দান করে। রক্তদানের মত মহৎ দান আর কিছুই হতে পারে না। জাত ধর্মবর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ রক্তদানে এগিয়ে এসে রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করেছেন। এখনো কিছু কিছু মানুষের মধ্যে রক্তদান নিয়ে ভীতি বিরাজ করছে। এই ভীতি কাটিয়ে উঠে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী শ্রী চৌধুরী।

প্রসঙ্গক্রমে মন্ত্রী বলেন বিজ্ঞানের যথেষ্ট উন্নতি হলেও বিজ্ঞানীরা এখনো পর্যন্ত রক্তের বিকল্প কোন কিছু আবিষ্কার করতে পারেননি। একমাত্র রক্ত দানের মধ্য দিয়েই মানুষ রক্তের চাহিদা পূরণ করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *