নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): গুজরাট ও ওড়িশায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। গুজরাট ও ওড়িশা ছাড়াও ঝাড়খণ্ডেও দাবদাহ পরিস্থিতি চলবে। আইএমডি জানিয়েছে, গুজরাটে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে, রবিবার থেকে জারি থাকছে হলুদ সতর্কতা।
আইএমডি আরও জানিয়েছে, ওড়িশায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তাই রবিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা থাকছে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি দুই থেকে তিন দিন ধরে অব্যাহত থাকবে, তাই হলুদ সতর্কতা জারি থাকছে, তারপর গরম কমে যাবে। পূর্ব অরুণাচল, পূর্ব অসম ও মণিপুরেও গরম বাতাসের সঙ্গে সঙ্গে কমলা সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লিতে আগামী ৩-৪ দিনের জন্য সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, সর্বনিম্ন তাপমাত্রাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
—————