দেহরাদূন, ১৫ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের দেহরাদূনে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ৪ জন ছিলেন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে লোখান্ডির কাছে বুন্দেল রোডে।
খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িটি প্রায় ৯০০ মিটার গভীর খাদে পড়ে যায়, গাড়িতে ৪ জন আরোহী ছিলেন। এসডিআরএফ আহত দু’জনকে উদ্ধার করে এবং দুর্ঘটনায় নিহত অন্য দুইজনের মৃতদেহ বের করে আনে।