আগরতলা, ১৫ মার্চ : দুই প্রতারককে আটক করে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দিল জনতা।
ফাইনান্সের নাম করে হাজার হাজার টাকা সাধারণ মানুষের কাছ থেকে লুটে খাচ্ছিল দুই যুবক। ধর্মনগরের এক প্রতারক অপর এক স্টলম্যানকে সাথে নিয়ে বাইক ফাইন্যান্সের নাম করে হাজার হাজার টাকা লুট করে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। এবার এই কাণ্ডে হাতেনাতে ধরা পরে জনতার হাতে। আটক ওই প্রতারক সহ তার সাথে থাকা ওপর এক ব্যক্তি। বর্তমানে দুজনই কৈলাশহর থানায় আটক। ধৃতদের নাম অভিরূপ চৌধুরী, বাড়ি – ধর্মনগর থানা রোড, অভিজিৎ দে, বাড়ি – কৈলাশহরে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।