গন্ডাছড়া, ১৫ মার্চ: বিশ্বকর্মা এসবি স্কুলে শিক্ষক জয়মণি চাকমার হাতে আক্রান্ত হয়েছে এক ছাত্র। বর্তমানে আহত ছাত্র গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছাত্রের পিতা জানান, শিক্ষকের হাতে আগেও মারধরের শিকারও হয়েছে ওই ছাত্র এবং পূর্বে একই শিক্ষক মারধর করে এক ছাত্রের মৃত্যু ঘটিয়েছিল।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রের খোঁজ নেয়। ছাত্রের বাবা জানান, অভিযুক্ত শিক্ষক জয়মণি চাকমার বিরুদ্ধে মামলা করার হয়েছে।