আগরতলা, ১৪ মার্চ: বাংলাদেশ সীমান্তে গিয়ে হোলি এবং রমজানের শুভেচ্ছা বিনিময় করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
আজ দোল পূর্ণিমা উপলক্ষে এবং তার পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে ভারতীয় সীমান্ত প্রহরী, সীমান্ত ব্যাবসায়ী ও বাংলাদেশ সীমান্ত প্রহরীদের সাথে পুষ্পস্তবক, রং এবং সামান্য কিছু উপহার প্রদানের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানকে মনে রেখে দুই দেশের সোভ্রাতৃত্বতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।