হাওড়া, ১৪ মার্চ (হি.স.): শুক্রবার দোল। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। সবার রঙে রং মেলানোর দিন। রঙের উৎসবে মেতেছে বাংলা। দোলের দিন সব রং মিলে-মিশে একাকার।
চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠেও পালন করা হচ্ছে দোল উৎসব। বৃহস্পতিবার সন্ধেয় হোলিকা দহন বা ন্যাড়াপোড়া হয়। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়।
শুক্রবার শ্রীচৈতন্যদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে মঠের সন্ন্যাসী, মহারাজ এবং উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। তারপর খোল-করতাল বাজিয়ে মঠ প্রদক্ষিণ করেন। সকাল ন’টা নাগাদ সন্ন্যাসী মহারাজরা খোল করতাল নিয়ে নৃত্য করতে করতে আবির ছড়িয়ে দোল উৎসব পালন করেন। এই উৎসেব অংশ নেন দূর দূরান্ত থেকে আসা অগণিত ভক্ত এবং দর্শকও।