মণিপুরের রাজ্যপাল সকাশে বিধায়কের দল, দিলেন চলমান সংকট নিরসনে সহযোগিতার প্রতিশ্রুতি

ইমফল, ১৩ মাৰ্চ (হি.স.) : মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করেছেন রাজ্যের ছয়জন বিধায়ক। রাজ্যে চলমান সংকট নিরসনে তাঁরা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজ্যজুড়ে নাগরিকদের চলমান চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করতে আজ বৃহস্তপতিবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে বিধানসভার ছয় সদস্য যথাক্রমে আওয়াংবো নিউমাই, খাশিম ভাসুম, লোসি ডিখো, লেইশিও কেশিং, জে কুমো শা এবং জাংহেমলুং পানমেই দেখা করেছেন।

রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে বিধায়করা বলেন, রাজ্যে শান্তি পুনরুদ্ধার করতে সরকারের প্রচেষ্টার প্রতি সহযোগিতা করবেন বলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘রাজ্যপাল অজয় কুমার ভাল্লার নেতৃত্বে মণিপুরে ‘শান্তি ও স্বাচ্ছ্ন্দ্য’ ফিরে আসবে।’

আজই পৃথকভাবে চূড়াচাঁদপুর মেইতেই ইউনাইটেড কমিটির প্রতিনিধিরা চূড়াচাঁদপুর জেলার অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের (ইন্টারন্যালি ডিসপ্লেসড পারসনস, সংক্ষেপে আইডিপি) সমস্যার কথা তুলে ধরে একটি স্মারকলিপি রাজ্যপাল অজয় কুমার ভাল্লার হাতে তুলে দিয়েছেন।

সহ-আহ্বায়ক নাবা নিংথৌজামের নেতৃত্বে প্রতিনিধি দলটি ত্রাণ শিবিরে আশ্রিতদের কল্যাণ তথা স্বস্তি সংক্রান্ত উদ্বেগ দূর করার জন্য অবিলম্বে রাজ্যাপালকে হস্তক্ষেপ করতে অনুরোধ জানিয়েছে।

রাজ্যাপাল অজয় কুমার ভাল্লা কমিটিকে আশ্বস্ত করেছেন, তাঁদের উদ্বেগের সমাধান করা হবে। তবে কীভাবে উদ্ভূত উদ্বেগ দূর করবেন রাজ্যপাল সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *