জলন্ধর, ১৩ মার্চ (হি.স.): ফ্যাক্টরিতে অ্যামোনিয়া গ্যাস লিক করে চাঞ্চল্য ছড়ালো পঞ্জাবের জলন্ধরে। বৃহস্পতিবার জলন্ধরের মাকসুদান থানার অন্তর্গত একটি আবাসিক এলাকার কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনা ঘটে। দূষণ বোর্ডের এসডিএম মনবিন্দর সিং হুন্ডাল বলেছেন, “আমরা আগেও এই কারখানা থেকে বায়ু ও জল দূষণের খবর পেয়েছি। আমরা জানতে পেরেছি, এখানে পরীক্ষা-নিরীক্ষার সময় গ্যাস লিকেজ হয়েছে। কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।”
শ্রম বিভাগের ডেপুটি ডিরেক্টর-ফ্যাক্টরিজ বলেন, “এখানে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়েছে। কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ২-৩ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।” যাইহোক, এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
—————