রানীবাজার থানার পাশে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর ভরাটের অভিযোগ , এলাকাবাসীর ক্ষোভ

আগরতলা, ১৩ মার্চ : রানীবাজার থানার পাশে অবস্থিত সাত গণ্ডার পুকুর প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভরাটের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, পুকুর ভরাটের ফলে পরিবেশ দূষণ হতে পারে এবং এটি অবৈধভাবে করা হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, তারা আগেই জেলা প্রশাসক (ডি এম), এসডিএম এবং নগর পঞ্চায়েতের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঞ্চায়েতের আধিকারিক বলেন, তারা এই বিষয়ে কোনও তথ্য পাননি। তবে আজ তহসিলদার ওই এলাকাটি পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, তিন ব্যক্তি মিলে এই পুকুর ভরাটের কাজ অবাধে চালিয়ে যাচ্ছেন, যদিও স্থানীয়দের পক্ষ থেকে এর বিরুদ্ধে বিশেষ আপত্তি জানানো হয়েছে। তাঁরা বলছেন, এই কার্যক্রম পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করতে পারে এবং এটি আইনবিরুদ্ধ। তাছাড়া শহরাঞ্চলের পুকুর ভরাটের ক্ষেত্রে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তাও এই প্রক্রিয়া কিভাবে হচ্ছে, এমন প্রশ্ন তুলেন এলাকার কিছু সচেতন নাগরিক। তাই এর বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *