২টি বিভাগে ১৫২ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মন্ত্রী সুশান্ত

আগরতলা, ১২ মার্চ: শিক্ষা দপ্তরের অধীনে বিদ্যাজোতি স্কুলগুলিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ১১৮ জনকে কম্পিউটার সায়ন্স পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, খাদ্য দপ্তরের অধীনে ৩৫ জনকে স্টোর গার্ড পদে নিয়োগ করাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, শিক্ষা দপ্তরের অধীনে বিদ্যাজোতি স্কুলগুলিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ১১৮ জনকে কম্পিউটার সায়ন্স পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সমস্ত পরীক্ষায় বিএড ডিগ্রী বাধ্যতামূলক বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, খাদ্যদপ্তরের অধীন ৩৫ জনকে সিনিয়র স্টোর গার্ড পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল কংগ্রেসের জনসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন, রাজ্যে নায্যমূল্যের দোকানগুলোতে জনগণরা রেশন সামগ্রী পাচ্ছেন না। আজ বিধায়ক সুদীপের ওই অভিযোগ খন্ডন করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন শ্রী চৌধুরী বলেন, সত্যতা যাচাই না করে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন তিনি। রাজ্যের একজন বরিষ্ট বিধায়ক থেকে এটা কাম্য নয়। রাজনীতিতে অতিচালাকি একদম ঠিক নয়, বলে কটাক্ষ তাঁর। এই মন্তব্যের তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।

পাশাপাশি, তাঁর কটাক্ষ, দেশের কোনো কংগ্রেসশাসিত রাজ্যে দূর্গোৎসবে বিনামূল্যে প্রায় ৯ লক্ষ রেশনকার্ডধারীদের চিনি, ময়দা ও সুজির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেয় নি। কিন্তু বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। গতকালের কংগ্রেসের জনসভা থেকে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এরজন্য গোটা ত্রিপুরাবাসী কংগ্রেসকে চিরতরে বিদায় দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *